সাতসকালে গঙ্গার ঘাট থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার সালকিয়ার চালপট্টি ঘাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালবেলায় গঙ্গায় স্নান করতে যাওয়ার সময় এক পুরোহিত ওই বস্তাবন্দি দেহটি দেখতে পেয়েছিলেন। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। এরপর স্থানীয়রাই বিষয়টি জানতে পেরে গোলবাড়ি থানায় খবর দেন। পুলিশ এসে বস্তাবন্দি দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ তদন্তে নেমে, চালপট্টি ঘাট যাওয়ার রাস্তা থেকে নম্বর ছাড়া একটি মটরবাইক উদ্ধার করেছে।
إرسال تعليق
Thank You for your important feedback