কলকাতা ও দক্ষিণে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা শোভনের

জট কেটে এবার ঝলমলে রোদ্দুর বিজেপির কাননে। বৃহস্পতিবার বিজেপির দলীয় কার্যালয় থেকে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন শোভন চট্টোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে তাঁর পাশেই ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, কলকাতা জোনে একাধিক র‌্যালি ও জনসভা করবে বিজেপি। এমনকী ডায়মন্ড হারবারেও তিনি কর্মসূচি ঘোষণা করলেন। আগামী ১৮ জানুয়ারি ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর থানার কাছ থেকে নিবারণ দত্ত রোড পর্যন্ত মিছিল হবে। ২১ জানুয়ারি সুন্দরবনের রায়দিঘিতে জনসভা হবে। পাশাপাশি তিনি আরও জানান, কলকাতায় একাধিক র‌্যালির আয়োজন করা হবে। আগামী ২২ তারিখ বাগবাজার বাটা থেকে মহাজাতি সদন পদযাত্রা। ২৭ তারিখ পদ্মপুকুর থেকে নতুন পার্টিঅফিস পর্যন্ত মিছিল। পরদিনই উত্তর কলকাতার শহরতলিতে হবে পরিক্রমা। 

এদিন হেস্টিংসের নতুন কার্যালয়ে এক বিশেষ বৈঠকেও বসেছিলেন শোভন চট্টোপাধ্যায়। সেখানেই ঠিক হয় কলকাতা জোনে ‘সমাধান’ নামে সমস্ত কর্মসূচি সংগঠিত হবে। এরজন্য পার্টি অফিসে একটি ঘরও নির্ধারিত হয়েছে। সেখানে প্রতি সোম, বুধ, শুক্র শোভনবাবু নিজে বসবেন। এদিন তিনি জানান, কলকাতা জোনে মিডিয়া কো-অর্ডিনেট করবেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি আরও বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনকে মাছের চোখ নির্দিষ্ট করে এগোতে হবে। মানুষই তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি কেড়ে নিয়েছে। বিজেপি এবার সেটাই সংরক্ষণ করবে। তিনি আরও যোগ করেন, মাসল পাওয়ারে এবার ভোট করাতে পারবে না তৃণমূল। তিনি এদিনের সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন। তাঁর দাবি, এই রাজ্যে বিরোধী নেতা-নেত্রীদের টেলিফোন, মোবাইলে আড়ি পাতছে সরকার। তাই তিনি একটি মোবাইল ফোন সাময়িকভাবে বন্ধ রাখছেন। সেটি শুধু হোয়াটসঅ্যাপ নম্বর রাখছেন। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم