টম অ্যান্ড জেরি ফিরে আসছে

বহুদিন ধরে গৃহবন্দি শিশুরা, সময়ে কাটে তাদের বাবা মায়ের মোবাইল ঘেঁটে যদি কিছু শিশুসুলভ কার্টুন পাওয়া যায়। কিন্তু ফল হয়েছে উল্টো, শিশুরা এখন মোবাইল অ্যাপস খুঁজে বার করছে বড়দের অনুষ্ঠান কিংবা বাংলাদেশের চটুল সংলাপের সিরিয়াল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা আবহে এইসব দেখে খুবই খারাপ প্রতিক্রিয়া হচ্ছে বাচ্চাদের অন্যদিকে নির্লিপ্ত বাপমায়েরা। বাড়ির বড়রা টেলিভিশন শোয়ে খবর কিংবা এই বাংলার সিরিয়াল দেখছে, শিশুদের তা ভালো লাগবে কেন? সুতরাং তাদের দুষ্টুমি আটকাতে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে মোবাইল ফোন |

সম্প্রতি মার্কিন টিভি সংস্থাগুলি ফের নিয়ে আসছে টম অ্যান্ড জেরি, লরেল হার্ডি, চার্লস চাপলিনের সিনেমা ইত্যাদি। তাদের দেশে সমীক্ষা করে দেখা গিয়েছে শিশুরা সেক্স সম্বন্ধে উৎসাহী হয়ে পড়ছে আর পাশাপাশি মোবাইল অ্যাপগুলিতে সেন্সরের কোনও ব্যবস্থা নেই। এবারে ২০২১ থেকে যদি শিশুদের জন্য মজার কিছু শো চালু করা হয় তবে উপকৃত হবে এ দেশের শিশুরাও |         


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم