ডোনাল্ড ট্রাম্পের রোলস রয়েস ফ্যান্টম গাড়ি কেনার জন্য দর হাঁকছেন কেরলের ববি চেম্মর। তিনি নামী গয়না ব্যবসায়ী। তিনি তাঁর গয়নার দোকানের উদ্বোধনে হাজির করেছিলেন দিয়েগো মারাদোনাকে। ওই গাড়িটি ব্যবহার করেছিলেন ট্রাম্প। চেম্মর জানিয়েছেন, তিনি নিলামে অংশ নিচ্ছেন। তাঁর টেক্সাসের অফিস এব্য।পারে উদ্যোগ নিয়েছে।
আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আগে ট্রাম্প এই রোলস রয়েসটি ব্যবাহর করেছিলেন। মার্কিন নিলামের ওয়েবসাইট মেকাম অকশনস এই গাড়িটি নিলামে চড়িয়েছে। এই ফ্যান্টম একটি লাক্সারি গাড়ি। তাতে রয়েছে ইলেকট্রনিক পর্দা। ২০১০ সালের মডেলের গাড়িটি চলেছে ৯১,২৪৯ কিলোমিটার। নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতাদের একজন চেম্মর পরিচিত সমাজসেবী। তিনি নিশ্চিত, নিলাম তিনিই জিতবেন। এই গাড়ির দাম কত হতে পারে জানতে চাইলে চেম্মরের উত্তর, আশা করছি দাম তিন কোটি হবে। তবে তা নির্ভর ককরছে নিলামের ওপর।
إرسال تعليق
Thank You for your important feedback