ওয়াশিংটন তাণ্ডবের জেরে পদত্যাগ পুলিশ প্রধানের

ওয়াশিংটনে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের পরিপ্রেক্ষিতে ক্যাপটল পুলিশ প্রধান স্টিভন সান্ড পদত্যাগ করলেন। এই হামলা ঠেকাতে না পারায় দায় নিয়েই সরে যাচ্ছেন তিনি। ডেমোক্রাটদের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি জানিয়েছিলেন, স্টিভেন না সরলে তাঁকে সরিয়ে দেওয়া হবে। জানা গিয়েছে, ক্যাপিটল পুলিশ বোর্ডের বাকি সদস্যরাও পদত্যাগ করতে চলেছেন। এই সংঘর্ষে মারা গিয়েছেন চারজন। 

অন্যদিকে, এই হাঙ্গামার জন্য আরিজোনার অনেক ট্রাম্প সমর্থককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ মুখে রং মাখা, মাথায় মুকুট পরা আরিজোনার একজনকে খুঁজছে, যে বুধবার ক্যাপিটল হিলের তাণ্ডবে ছিল। পাশাপাশি ট্রাম্পকে সরিয়ে দেওয়ার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। ডেমোক্রেটিক সিনেটর চাক শুমার বলেছেন, এখনই ট্রাম্পের অপসারণ করা দরকার। আর একদিনও তার প্রেসিডেন্ট পদে থাকা উচিত নয়। মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী, প্রেসিডেন্ট মানসিক বা শারীরিক অসুস্থতার ফলে দায়িত্বপালনে অক্ষম হলে তার স্থলে ভাইস-প্রেসিডেন্ট দায়িত্ব নিতে পারবেন। এজন্য অন্তত ৮ জন মন্ত্রীকে প্রেসিডেন্টের অপসারণের প্রস্তাবের পক্ষে রায় দিতে হবে। ট্রাম্পকে ইমপিচ করার দাবি জানিয়েছেন ন্যান্সিও।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم