আবারও ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করল চিনা সেনা। সূত্রের খবর, শুক্রবারই প্যাংগং লেকের দক্ষিণ অংশের একটি এলাকায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন এক চিনা সেনা জওয়ান। দেখতে পেয়েই তাঁকে পাকড়াও করে টহলরত ভারতীয় জওয়ানরা। নিয়ম মেনেই তাঁকে নিয়ে যাওয়া হয় ভারতীয় সেনা ছাউনিতে। আপাতত তাঁকে সেখানেই রাখা হয়েছে। তাঁর থেকে জানার চেষ্টা করা হচ্ছে ঠিক কি কারণে সে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল। ভারতীয় সেনার তরফেও এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। লালফৌজের এক জওয়ানকে পাকড়াও করার খবর সরকারিভাবে চিনা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যাবতীয় প্রোটোকল মেনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে ভারতীয় সেনা।
এক সেনা আধিকারিক জানিয়েছেন, ভুলবশত কেউ সীমান্ত পেরিয়ে এলে সাধারণত নির্দিষ্ট প্রক্রিয়ার পর প্রথা মেনে তাঁকে চিনের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, গত অক্টোবরেই লাদাখের ডেমচক সেক্টর দিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন চিনা সেনার কর্পরাল ওয়াং ইয়া লং। তাঁকে পাকড়াও করে অক্সিজেন, খাবার, গরম পোশাক-সহ চিকিৎসাজনিত যাবতীয় সাহায্য প্রদান করেছিল ভারতীয় সেনা। এরপর বিস্তারিত তদন্তের পরে যাবতীয় নিয়ম-কানুন মেনে তাঁকে চিনের হাতে তুলে দেওয়া হয়েছিল। এবারও পাকড়াও হওয়া চিনা সেনা ভুলবশত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
إرسال تعليق
Thank You for your important feedback