মণীশ শুক্লা হত্যাকাণ্ডে বারাকপুর আদালতে চার্জশিট সিআইডির

বিজেপি নেতা মণীশ শুক্লা হত্যাকাণ্ডে এবার বারাকপুর আদালতে চার্জশিট জমা দিল সিআইডি। সূত্রের খবর, এই খুনের ঘটনায় জড়িত ১০ জন অভিযুক্তের নামও রয়েছে এতে। এদের মধ্যে মূল অভিযুক্ত হিসাবে খুনের পরই গ্রেফতার করা হয়েছিল মহম্মদ খুররম ও শেখ গুলাবকে। পরে গ্রেফতার করা হয় সুবোধ যাদব নামে একজনকে। জানা যায়, সুবোধ যাদব শাসক দলের  স্থানীয় এক নেতার ঘনিষ্ট। এদের জিজ্ঞাসাবাদ করে ভিন রাজ্য থেকে পুলিশ গ্রেফতার করে অমর যাদব, সুজিতকুমার রাই ও রোশনকুমার যাদবকে। তদন্তের ভিত্তিতে নাসির আলি মন্ডল নামে এক ব্যক্তিকেও আটক করে পুলিশ। তবে সিআইডি সূত্রে খবর, মনীশ শুক্লা খুনের ঘটনায় শাসকদলের যে স্থানীয় নেতাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, চার্জশিটে তাঁদের নাম সরাসরিভাবে না রাখা হলেও সন্দেহভাজন হিসেবে নাম রয়েছে। তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষ হলেই আরেকটি চার্জশিট জমা দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের অক্টোবর মাসে সন্ধেবেলা প্রকাশ্যে টিটাগড়ের বিটি রোডের উপর গুলি করে খুন করা হয় বিজেপি নেতা মণীশ শুক্লাকে। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল বিজেপি। বিজেপির ক্রমাগত চাপের মুখেই এই খুনের তদন্তের দায়িত্ব সিআইডির হাতে তুলে দেয় রাজ্য সরকার। তদন্ত শুরু করে এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনের শাসকদল ঘনিষ্ঠের নাম পান সিআইডি আধিকারিকরা। তাদের মধ্যে কয়েকজনকে গ্রেফতারও  করা হয় কয়েকজনকে।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم