পৌষ মাসেও প্যাচপ্যাচে ঘামে, পুরোদমে চলছে পাখা। জানুয়ারির শুরু থেকেই বেমালুম গায়েব শীত। বাতাসে আর্দ্রতা প্রায় ৯৬ শতাংশ, চরম অস্বস্তি রাজ্যবাসীর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই পরিস্থিতি বদলের বিশেষ সম্ভাবনা নেই। বুধবার থেকে পারদ নামার পূর্বাভাস রয়েছে। তবে জাঁকিয়ে শীত ফিরবে কিনা সে বিষয়ে রয়েছে সন্দেহ। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৭ ডিগ্রি বেশি। বিগত কয়েকবছরে তাপমাত্রা ২০ ডিগ্রির ওপর ওঠার ঘটনা বেনজির।
রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি বেশি। আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাস বাধা পাওয়ায় প্রভাব কমেছে শীতের। এছাড়াও অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে ঢুকছে গরম হওয়া। তবে আগামী পাঁচ দিনে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলির তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। তার কিছুটা প্রভাব পড়তে পারে এরাজ্যেও।
إرسال تعليق
Thank You for your important feedback