বুধবার বিকেলে আচমকাই রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করতেই তাঁর রাজভবনে আসা। তবে ঠিক কী কারণে বা কোন বিষয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী রাজভবনে এসেছেন সেটা জানা যায়নি। তবে নবান্নে সূত্রে জানানো হয়েছে, এটি সম্পূর্ণভাবে সৌজন্য সাক্ষাৎকার।
তবে এই আচমকা সাক্ষাৎকার নিয়ে বাংলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। কারণ এদিনই দুপুরে কোলাঘাটে সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল। সেখানে তিনি রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। ধনকড় দাবি করেছিলেন, ‘মুখ্যমন্ত্রী সংবিধান মেনে কাজ করছেন না’। পাশাপাশি বহিরাগত ইস্যুতেও শাসকদলকে একহাত নিয়েছিলেন রাজ্যপাল। এই পরিস্থিতিতে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ ঘিরে জল্পনা বাড়ছে। প্রসঙ্গত, এর আগে বহুবার রাজ্য-রাজ্যপাল সংঘাত হয়েছে। বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার এবং শাসকদল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শাসকদলের নেতানেত্রীরাও রাজ্যপালকে আক্রমণ করতে পিছপা হননি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর রাজভবনে পদার্পণ রাজনৈতিক দিক থেকে যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
Myself and Mrs Sudesh Dhankhar greeted Hon’ble Chief Minister @MamataOfficial when she visited Raj Bhawan today. pic.twitter.com/IsbEqedBHV
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 6, 2021
إرسال تعليق
Thank You for your important feedback