গত শনিবার বাড়িতে জিম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপরই তাঁরই করা একটি ভোজ্য তেলের বিজ্ঞাপন নিয়ে ট্রোল করতে থাকেন নেটিজেনরা। ওই বিজ্ঞাপনে ওই বিশেষ ব্যান্ডের তেল নিয়ে বলছেন এই তেল হার্টের পক্ষে ভালো। কিন্তু তাঁরই কিনা হার্ট অ্যাটাক? ইন্টারনেটে এরপরই ছড়িয়ে পড়ে নানান মজার মিম। অপশেষে ওই বিজ্ঞাপনটির প্রচারই বন্ধ করে দিল প্রস্তুতকারক সংস্থা।
নেটিজেনদের দাবি, সমালোচনার মুখে পরে মুখ পুড়েছে আদানি উইলমারের। তাঁরাই
ওই বিশেষ ব্যান্ডের রাইস ব্রেইন তেল বিপনন করে। নেটিজেনদের প্রশ্ন ছিল,
হার্ট ভালো রাখার জন্য যদি এই তেল দিয়ে রান্না করতে হয়, তাহলে সৌরভ
গাঙ্গোপাধ্যায়ের কেন হার্ট অ্যাটাক হল? তাঁর কিভাবে হার্টে ব্লকেজ ধরা
পড়ল? বিজ্ঞাপনটি নিয়ে প্রবল সমালোচনা হয় সাধারণ মানুষের মধ্যেও। এরপরই
আদানি গোষ্ঠী বিবৃতি দিয়ে জানিয়ে দিল বিজ্ঞাপনটির সম্প্রচার তাঁরা বন্ধ
রাখছে। মঙ্গলবার সৌরভকে দেখতে হাসপাতালে এসেছিলেন স্বনামধন্য কার্ডিওলজিস্ট
ডাঃ দেবী শেঠি। তিনি জানান সৌরভের খুব বড় সমস্যা হয়নি। সামান্য তিনটি
ধমনী ব্লকেজ হয়েছিল। তিনি এও বলেছেনে তাঁর হার্ট খুবই শক্ত।
إرسال تعليق
Thank You for your important feedback