দেশে, রাজ্যে কমছে করোনার সংক্রমণ

পরপর তিনদিন দেশে করোনায় সংক্রমিতের সংখ্যা কুড়ি হাজারেরও কম। নতুন করে মঙ্গলবার সকাল পর্যন্ত সংক্রমিত ১৬,৫০৪ জন। নতুন মৃত্যু ২১৪। মোট মৃত এখন ১,৪৯,৬৪৯। মোট আক্রান্তের সংখ্যা ১,০৩,৪০,৪৬৯ জন। অ্যাক্টিভ কেস ১৪ দিন ধরে ৩ লাখের কম। সুস্থ হয়েছেন ৯৯,৪৬, ৮৬৭ জন।  সুস্থতার হার ৯৬.১৯ শতাংশ। মৃত্যুর হার ১.৪৫ শতাংশ। উল্লেখ্য, ১৯ ডিসেম্বর দেশে করোনা সংক্রমিত ১ কোটি ছাড়িয়েছে। ২১৪ জন নতুন মৃতের মধ্যে মহারাষ্ট্রেই ৩৫ জন, পশ্চিমবঙ্গে ২৫ জন, কেরলে ২৫ জন, উত্তরপ্রদেশে ১৬ জন, দিল্লি, চণ্ডীগড়, মধ্যপ্রদেশে ১৪ জন করে। 

অন্যদিকে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ৫৯৭ জন। রাজ্য স্বাস্থ্যদফতরের হিসেবে, সংক্রমণের শীর্ষ উত্তর পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৭৪ জন। কলকাতায় একদিনে ১৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৫৫ হাজার ৫৭২ জন। একদিনে রাজ্যে করোনায় মারা গিয়েছেন ২৫ জন। রাজ্যের সুস্থতার হার ৯৬.৪৯ শতাংশ।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم