ছেলের খুনের ঘটনায় বিজেপি যোগ নেই, দাবি মৃত তৃণমূলকর্মীর বাবার

খড়গপুরে এক তৃণমূল নেতার খুনের ঘটনায় বিজেপি যোগ ওড়ালেন মৃতের বাবা। উল্লেখ্য, শুক্রবার রাতে খড়গপুরে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে মৃত্যু হয় অর্জুন শঙ্কর নামে এক যুবকের। এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত ছিলেন তিনি। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে শাসক দল। রাতেই ঘটনায় জড়িত সন্দেহে কৃষ্ণা শাহ নামে এক বিজেপি কর্মীকে আটক করে খড়গপুর টাউন থানার পুলিশ।


এদিকে জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতির অভিযোগ, দলের সক্রিয় কর্মী অর্জুনকে গুলি করে খুন করেছে বিজেপি। তবে শনিবার সকালেই খড়গপুর টাউন থানার সামনে মৃতের বাবা হেমা শঙ্কর দাবি করেন, এসব মিথ্যে কথা। তাঁর ছেলের সঙ্গে কোনও শত্রুতা ছিল না বিজেপির। কে বা কারা খুন করেছে সে বিষয়ে অবশ্য তিনি কিছু জানেন না। ফলে শাসকদলের তরফে তোলা এই ঘটনায় বিজেপির কেউ জড়িত থাকার অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছেন তিনি। এই এরপরই ধৃত দলীয় কর্মীকে অবিলম্বে মুক্তির দাবি নিয়ে খড়গপুর টাউন থানার সামনে বিক্ষোভ দেখতে শুরু করেন বিজেপি কর্মীরা। এবিষয়ে রাজ্য বিজেপির দাপুটে নেতা তুষার মুখোপাধ্যায়ের দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ফলেই এই শুট আউটের ঘটনা। পুলিশ তদন্ত করে  আসল অভিযুক্তকে গ্রেফতার করুক। শুধু অজিত মাইতির কথায় বিজেপি কর্মীকে হেনস্থা করা বরদাস্ত করা হবেনা।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم