বাইডেনের পথ পরিষ্কার, ট্রাম্প বললেন ক্ষমতা ছাড়বেন শান্তিতেই

ট্রাম্প সমর্থকদের তুমুল হাঙ্গামার পর মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে জো বাইডেনের জয় অনুমোদিত হল। বুধবার মধ্যরাতে ৩ নভেম্বরের নির্বাচনে ভাবী প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের জয় নিশ্চিত করেছে কংগ্রেস। আনুষ্ঠানিকভাবে তাঁদের জয়কে সার্টিফিকেট দেওয়া হয়েছে। ৭৮ বছরের বাইডেন ও ৫৬ বছরের কমলা ২০ জানুয়ারি শপথ নেবেন।

এরপরই বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ,ক্ষমতার হস্তান্তর শান্তিপূর্ণ হবে। ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, যদিও তিনি নির্বাচনের ফল মানেন না, তবুও হস্তান্তর নির্বিঘ্ন হবে। মার্কিন কংগ্রেস এক সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্টের প্রথম কার্যকাল শেষ করে দিল। আমেরিকাকে সর্বশ্রেষ্ঠ করার লড়াইয়ের এটা শুরু। সেইসঙ্গে বহুবার বলা নির্বাচনী ফল নিয়ে তাঁর অসত্য কথাগুলিই ফের বলেছেন।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم