জর্জিয়াতেও হার হল রিপাবলিকানদের। জোর ধাক্কা খেলেন বিদায়ী প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জিতলেন আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটার হিসেবে জয়ী হলেন রেভারেন্ড রাফায়েল ওয়ারনক। তিনি এবেনেজার ব্যাপ্টিস্ট চার্চের সিনিয়র প্যাস্টর। ২০ বছর পর জর্জিয়ায় কোনও ডেমোক্রাট সিনেটর নির্বাচিত হলেন। হেরেছেন রিপাবলিকের কেলি লোয়েফলার। নভেম্বরের নির্বাচনে জর্জিয়ায় সিনেটের জন্য কেউই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় ফের ভোটগ্রহণ হয়েছে।
মার্কিন সিনেটের দখল এখন রিপাবলিকান ডেভিড পার্দুর উপর নির্ভরশীল। বাইডেনের ডেমোক্রাট প্রার্থী জন ওসোফের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে তাঁর। অন্যদিকে, ট্রাম্প এখনও তাঁর হার মানেনি। তা নিয়ে তাঁর নিজের দলেই ঘোর বিতর্ক শুরু হয়েছে। জর্জিয়ায় ভোট যোগাড় করতে তাঁর টেলিফোন কথোপকথন ফাঁস হয়ে তাঁর বিড়ম্বনা বাড়িয়েছে আরও। এর আগে সাধারণ নির্বাচনের পর চ্রাম্পের অভিযোগে তিনবার নতুন করে ভোট গোণা হলেও তাতে হার হয়েছিল রিপাবলিকানদের।
إرسال تعليق
Thank You for your important feedback