কে ডি সিংকে গ্রেফতারের পরই তলব করা হবে আরও ১৫ জনকে

তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা চিটফাণ্ড সংস্থা অ্যালকেমিস্টের কর্ণধার কে ডি সিংয়ের গ্রেফতারের পর এবার আরও ১৫ জনকে তলব করতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। শনিবারই কে ডি সিংকে আদালতে পেশ করে সিবিআই। সেখানে ইডির তরফে আইনজীবীও সাওয়াল করেন। এদিন আদালতকে ইডি-র আইনজীবী জানায়, অ্যালকেমিস্টের টাকা কোথায় কিভাবে পাচার হয়েছে তা জানতে আরও ১৫ জনকে জেরা করার প্রয়োজন আছে। এর মধ্যে রয়েছেন সংস্থার কর্মী এবং পদস্থ আধিকারিকরা। তবে এই ১৫ জনের তালিকায় কোনও রাজনৈতিক নেতার নাম রয়েছে কি না তা জানা যায়নি। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত কে ডি সিংকে ৯ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিন।
অপরদিকে চিটফাণ্ড কাণ্ডে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ গ্রেফতার হওয়ার পর থেকেই রাজ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের দাবি, দলীয়ে নেতাদের ভয় দেখাতেই এই গ্রেফতারি। অন্যদিকে বিজেপির দাবি, তদন্ত স্বাভাবিক নিয়মেই এগোচ্ছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم