বছরের প্রথম সুপার সানডে-তে চেলসিকে ৩-১ গোলে হারিয়ে দিল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি। অপর ম্যাচে এক গোলের ব্যবধানে নিউ ক্যাসেলকে পরাস্ত করল লেস্টার সিটি।
রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম বড় ম্যাচে মুখোমুখি হয়েছিল চেলসি ও ম্যান সিটি। উত্তেজনাপূর্ণ ম্যাচে চেলসিকে নিয়ে কার্যত ছেলে খেলা করল ম্যান সিটি। ম্যাচের ফল দাঁড়ায় ৩-১। পেপ গুয়ার্দিওলার ম্যান সিটির হয়ে গোল করেছেন ইলকাই গায়েনডোয়ান, ফিল ফোডেন ও কেভিন ডি ব্রায়েন। ম্যাচ শেষের অতিরিক্ত সময়ে চেলসির হয়ে শান্তনা গোলটি করেন কেলাম জেমস হার্ডসন ওডাই। ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট পেয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে রয়েছে ম্যান সিটি। অন্যদিকে চেলসির ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট।
অপরদিকে নিউ ক্যাসেলকে ২-১ গোলে হারাল লেইস্টার সিটি। ম্যাচের প্রথমার্ধে গোল দরজা খোলেনি দু’দলের কাছেই। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে জেমস ম্যাডিসন ও ৭২ মিনিটে ইউরি ম্যারিয়ন তিলেমান্সের গোলে এগিয়ে যায় লেইস্টার সিটি। ৮২ মিনিটে নিউ ক্যাসের হয়ে ম্যাচের শেষ গোল করেন অ্যান্ডি ক্যারল। ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট পেয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে মার্সনের লেইস্টার সিটি।
إرسال تعليق
Thank You for your important feedback