ভুয়ো আইএএস অফিসার সেজে প্রতারণা। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে ঠাকুরপুকর থেকে অরূপ নন্দী নাম একজনকে গ্রেফতার করল সিআইডি। পুলিশ জানিয়েছে, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় ফ্ল্যাট, জমি ও মদের দোকানের লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। মঙ্গলবার ধৃতকে দুর্গাপুর আদালতে তোলা হবে বলে খবর।
সিআইডি সূত্রে খবর, ২০১৩ সাল থেকে ভুয়ো আইএএস অফিসার পরিচয় দিয়ে জালিয়াতি করছিল অভিযুক্ত অরূপ নন্দী। কখনও সন্তুকুমার মিত্র, কখনও রাজা নন্দী, বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নামে নিজের পরিচয় দিত বলেই জানতে পেরেছেন গোয়েন্দারা। এছাড়া রাজ্যের বিভিন্ন প্রভাবশালীদের কথা বলে এবং নীল বাতি লাগানো গাড়ি ব্যবহার করে প্রতারণা করত ওই ব্যক্তি। ফলে প্রতারিত ব্যক্তির সন্দেহের কোনও কারণই থাকত না। দীর্ঘদিন ধরেই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন গোয়েন্দারা। শেষপর্যন্ত তাকে গ্রেফতার করতে সক্ষম হলেন তাঁরা। তবে এই চক্রের সঙ্গে আরও অনেকেই যুক্ত আছে বলে মনে করছেন তদন্তকারীরা। ধৃতকে হেফাজতে নিয়ে এই চক্রের বাকিদের নাগাল পেতে চায় সিআইডি।
إرسال تعليق
Thank You for your important feedback