কৃষক-কেন্দ্র বৈঠক নিষ্ফলা, ফের বৈঠক ১৫ জানুয়ারি

আবার অচলাবস্থা। শুক্রবার কেন্দ্রের সঙ্গে কৃষক সংগঠনগুলির বৈঠকে কোনও ফয়সালা হল না। কৃষি আইন বাতিলের দাবিতে এদিনও কৃষকরা ছিলেন অনড়। কেন্দ্রও জানিয়ে দিয়েছে, কৃষি আইন বাতিল হবে না। তবে কিছু সংশোধন করা যেতে পারে। আগামী ১৫ জানুয়ারি আবার বৈঠক হবে। এটা নবম রাউন্ড। 

এদিন ৪১টি কৃষক সংগঠনের নেতারা হাতে পোস্টার নিয়ে এসেছিলেন, হয় জিতবো, নয় মরবো। তাঁদের কথা, আইন বাতিলের পরই ঘরে ফিরবেন তাঁরা। কেন্দ্রের কথা, কৃষকদের একটা বড় অংশ আইনকে সমর্থন করছেন। গোটা দেশের কথা তাঁদের ভাবতে বলেন কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমার। বৈঠকে তোমার ছাড়াও ছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল ও বাণিজ্য রাষ্ট্রমন্ত্রী সোমপ্রকাশ। বৃহস্পতিবার হরিয়ানায় ট্রাক্টর মিছিল করার পর কৃষকরা হুমকি দিয়েছেন, প্রজাতন্ত্র দিবসে তাঁরা দিল্লিতে ট্রাক্টর মিছিল করবেন। প্রবল ঠান্ডা, বৃষ্টি উপেক্ষ করেও হাজার হাজার কৃষক গত একমাসেরও বেশি দিল্লি সীমান্তে বসে রয়েছেন।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم