কৃষকদের বাধায় কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল অভিনেত্রী জাহ্নবী কাপুরের শুটিং। ফতেগড় সাহিবে বাসি পাঠানা শহরে সোমবার চলছিল জাহ্নবীর "গুড লাক জেরি" ফিল্মের শুটিং। সেখানে জড়ো হন কৃষি আইনের প্রতিবাদে আন্দোলনকারী কৃষকরা। তাঁরা তিনটি কৃষি আইন নিয়ে অভিনেত্রীর মত জানতে চান। ফিল্মের লোকজন তাঁদের বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠান।
পুলিশ জানিয়েছে, ফিল্মের লোকজন এবং পরিচালক তাঁদের বলেন, জাহ্নবী কৃষকদের বিপক্ষে কোনও কথা কখনই বলেননি। পরে ফিরে গিয়ে তিনি তাঁর মত জানাবেন। তারপর শুটিং ফের শুরু হয়। পরে জাহ্নবী সোশাল মিডিয়ায় কৃষকদের অবদান নিয়ে বার্তা পোস্ট করেন। বলেছেন, দেশের কৃষকরা দেশবাসীর মুখে অন্ন তুলে দিচ্ছেন। দ্রুত কৃষকদের স্বার্থে সমস্যার সমাধান হবে বলেতিনি আশা করেন। গত ২৬ নভেম্বর থেকে দিল্লির বিভিন্ন সীমান্তে অবস্থান চালিয়ে যাচ্ছেন কৃষকরা।
إرسال تعليق
Thank You for your important feedback