ফের রাতের শহরে অগ্নিকান্ড। বাগবাজার, নিউটাউনের রেশ
এখনও কাটেনি তারমধ্যেই আগুন লাগার ঘটনা ঘটল সাউথ সিঁথি রোডে। শুক্রবার রাতে
ওই এলাকার একটি মালগুদামে আগুন লেগে যায়। দমকলের ৬টি ইঞ্জিন দেড় ঘন্টার
চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এদিনের ঘটনার পর রীতিমতো ক্ষুব্ধ
এলাকাবাসী। ঘন জনবসতিপূর্ণ এলাকায় দিনের পর দিন কীভাবে পরিত্যক্ত জিনিসের
গুদামটি চলছে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা
যায়, রাত ১১.৫০ নাগাদ ওই গুদামে আগুন দেখতে পান বাসিন্দারা। সঙ্গে সঙ্গে
দমকলে খবর দেওয়া হয়। এই প্রথম নয় এরআগেও ৩ বার এই গুদামে আগুন লাগে।
বাসিন্দাদের অভিযোগ, কলকাতা পুরসভার তরফে একবার এটি ভেঙে দেওয়া হলেও
অবৈধভাবেই চলছিল এই মালগুদামটি। দমকলবাহিনী যুদ্ধকালীন তৎপরতায় কাজ না করলে
আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে আরও বড় বিপদ হতে পারত বলেই আশঙ্কা তাঁদের।
দমকল আধিকারিক জানিয়েছেন, মালগুদামের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
প্রাথমিক অনুমান, গ্যাস কাটার দিয়ে কাজ করার ফলেই এই ঘটনা। প্রচুর দাহ্য
পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর কোনও ব্যবস্থা ছিল কিনা
তাও খতিয়ে দেখা হচ্ছে।
إرسال تعليق
Thank You for your important feedback