শহরে ফের বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা। এবার আগুন লাগল মানিকতলার এক ব্যাটারি কারখানায়। ঘটনাস্থলে দমকলের ১০টির বেশি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলকর্মীদের কাজ করতে অসুবিধার মুখে পড়তে হচ্ছে। আগুন যাতে আশেপাশে না ছড়িয়ে পড়ে তার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে দমকলকর্মীরা। স্থানীয় মানুষজনও এই কাজে সাহায্য করছেন।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মানিকতলা সাহিত্য পরিষদ রোডে আগুন লাগে ওই ব্যাটারি কারখানায়। পাশেই রয়েছে একটি ভোজ্য তেলের গুদাম। দুটিতেই দাহ্য পদার্থ ঠাসা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
একে একে ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। কিন্তু এখনও আগুনের কেন্দ্রস্থলে পৌঁছাতে পারেনি দমকলকর্মীরা। ফলে আগুন এখনও নিয়ন্ত্রনে আসেনি।
ঠিক কী কারণে এই আগুন সেটা জানা যায়নি। তবে আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী রয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback