বর্ষবরণ পার্টিই এখন ফ্রান্সের মাথাব্যথা

বর্ষবরণের পার্টিই এখন ফ্রান্সের মাথাব্যথা। প্রায় আড়াই হাজার লোককে হন্যে হয়ে খুঁজছে ফরাসি সরকার। অবৈধ পার্টিতে জড়ো হয়েছিল তারা। পুলিশ থামাতে গেল তাদের সঙ্গে রীতিমতো সংঘর্ষ হয়। তাদের থামাতে পারেনি পুলিশও। এই পার্টি থেকেই করোনা ছড়াতে পারে বলে আশঙ্কা।
পুলিশ জানাচ্ছে, এই লোকেরা ব্রিটানির দক্ষিণে লিউরোঁর একটি পরিত্যক্ত গুদামে অবৈধ জমায়েত করেছিল। তারপরও অনেকেই সেই জায়গা ছাড়েনি। তারা পুলিশের একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয়। পুলিশের দিকে তাক করে বোতল, পাথর ছোঁড়ে। শুধু ফ্রান্সই নয়, বিদেশ থেকেও লোক এসেছিল সেই গানবাজনা, নাচের পার্টিতে। তাদের জায়গা ছেড়ে চলে যেতে বলা হয়েছে। বিশেষ কেউই কর্ণপাত করেনি।
ফ্রান্স জারি রয়েছে নৈশ কার্ফু, সবরকম পার্টি কঠোরভাবে নিষিদ্ধ। মার্সাই শহরে পুলিশ অবৈধ পার্টি আটকাতে পেরেছে। গ্রেফতার করেছে তিনজন সংগঠককে। উল্লেখ্য, ফ্রান্সে শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ১৯,৩৪৮ জন। মোট আক্রান্ত এখন ২৬,৩৯,৭৭৩ জন। গোটা পৃথিবীতে পঞ্চম স্থানে ফ্রান্স।


 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم