কারও পৌষমাস, সবারই সর্বনাশ। বৃহস্পতিবার দিল্লিতে পেট্রোলের দাম পৌঁছেছে ৮৪ টাকা ৭০ পয়সায়। এভাবে চললে কিছুদিনের মধ্যেই পেট্রোলের দাম হবে ৮৫ টাকা লিটার। মুম্বইয়ে বুধবারই পেট্রোলের দর হয়েছিল ৯১ টাকা। এদিন তা বেড়েছে লিটারে আরও ২৫ পয়সা। ৭ জানুয়ারি দিল্লিতে পেট্রোলের দাম লিটারে ২৩ পয়সা, ডিজেলের দর ২৬ পয়সা বেড়েছিল। দেখা যাচ্ছে, গত মে মাস থেকে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ১৪ টাকা ২৮ পয়সা, ডিজেল লিটারে ১১ টাকা ৮৩ পয়সা।
বৃহস্পতিবার চারটি মহানগরে জ্বালানি তেলের দাম দাঁড়িয়েছে, দিল্লিতে পেট্রোল ৮৪ টাকা ৭০ পয়সা, ডিজেল ৭৪ টাকা ৮৮ পয়সা। মুম্বইয়ে পেট্রোল ৯১ টাকা ৩২ পয়সা, ডিজেল ৮১ টাকা ৬০ পয়সা, চেন্নাইয়ে পেট্রোল ৮৭ টাকা ৪০ পয়সা, কলকাতায় পেট্রোল লিটারে ৮৬ টাকা ১৫ পয়সা, ডিজেল ৭৮ টাকা ৪৭ পয়সা। এর আগে ৪ অক্টোবর দিল্লিতে পেট্রোলের দাম হয়েছিল ৮৪ টাকা লিটার। ২ দিন পরে ডিজেল হয়েছিল ৭৫ টাকা ৪৫ পয়সা। সেদিনই কেন্দ্র জ্বালানি তেলের দর লিটারে দেড় টাকা কমিয়ে দিয়েছিল। তেল কোম্পানিগুলি কমিয়েছিল এক টাকা। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম এদিন ৯ সেন্ট কমে হয়েছে ৫৫ ডলার ব্যারেল। মার্কিন তেলের দাম ৮ সেন্ট কমে হয়েছে ৫২ ডলার।
إرسال تعليق
Thank You for your important feedback