১৮ নয় ২১, ধূমপানের ন্যূনতম বয়স বাড়াতে চলেছে কেন্দ্র

২১ বছরের আগে ধূমপান! এবার হতে পারে কারাদণ্ড বা দিতে হতে পারে জরিমানাও। এবার ধূমপানের ন্যূনতম বয়স বাড়াতে নয়া আইন আনতে চলেছে ভারত সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রস্তাবিত Cigarettes and other Tobacco Products Amendment Act, 2020- বিলে ধূমপানের বয়সসীমা ১৮ থেকে বাড়িয়ে ২১ করার বিষয়ে বলা হয়েছে। এছাড়া সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্য বিক্রির ক্ষেত্রেও বেশ কিছু সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

ওই বিলে বলা হয়েছে, যে কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বা  অন্য কোনও নেশাদ্রব্য বিক্রি করা যাবে না। এছাড়া একটি প্যাকেট হিসেবেই সিগারেট বিক্রি করতে হবে। খুচরো সিগারেট বিক্রি করলে তা অপরাধ হিসেবেই গণ্য হবে। এছাড়া এই আইন বলবৎ হলে ধরা পড়লে জেল অথবা  মোটা অঙ্কের জরিমানাও দিতে হতে পারে। প্রথমবার এই অপরাধ করলে দু’বছরের জেল অথবা ১ লক্ষ টাকা জরিমানা করা হবে। পরে একই অপরাধের জন্য দ্বিতীয়বার ধরা পড়লে দিতে ৫ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৫ বছরের কারাদণ্ড। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم