মেয়াদ শেষ হওয়ার একসপ্তাহ আগেই বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে দেওয়ার প্রস্তাব গৃহীত হল মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভে। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তিনি স্পিকার ন্যান্সি পেলোসিকে চিঠিতে বলেন, ২৫তম সংশোধনীটি করা হয়েছিল প্রেসিডেন্টের অক্ষমতা দূর করতে। কিন্তু হাউস এটাকে রাজনৈতিক খেলার অঙ্গ হিসেবে দেখছে। এই দাবি মানা হবে না। তারপরেও বুধবার হাউসের সদস্যরা ভোটাভুটিতে এই সংশোধনীর প্রস্তাব গ্রহণ করেছেন। তাঁরা সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের জন্য ২৫তম সংশোধনী ব্যবহার করতে বলেছেন পেন্সকে।
ওয়াশিংটনের ক্যাপিটলে গত ৬ জানুয়ারি নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে ট্রাম্প সমর্থকরা। তাতে এক পুলিশ সদস্যসহ ৫ জন নিহত হন। এই হামলার উসকানি দেওয়ার অভিযোগেই ট্রাম্পকে ইমপিচমেন্টের দাবি ওঠে। এই পরিস্থিতিতেই তার প্রস্তুতি নিয়েছে ডেমোক্র্যাটরা। এখন দ্বিতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি হতে চলেছেন ট্রাম্প। ক্ষমতার বাকি মেয়াদে ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য তাঁর দল রিপাবলিকানদের পক্ষ থেকেই কংগ্রেসে একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এটি ইমপিচমেন্টের তুলনায় এক ধরনের হালকা ব্যবস্থা। ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেবেন।
إرسال تعليق
Thank You for your important feedback