হৃতিক বনাম হৃতিক। কৃশ ৪-এ এবার সুপার হিরো ও সুপার ভিলেন এই দুই ভূমিকাতেই দেখা যাবে হৃতিক রোশনকে। এখনও অফিসিয়ালি কিছু ঘোষণা না করা হলেও বলিউডে কানাঘুষো কৃশ ৪-এ ট্রিপল চরিত্রে দেখা যাবে হৃতিককে। এরআগে জানা গেছিল, এই সিনেমায় একজন সুপারহিরোইনও থাকবেন। হৃতিকের বিপরীতে ওই চরিত্রে কিয়ারা আদবানির নামও শোনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত ওই চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
এক সূত্রের খবর, কৃশ ৪-এ ফের একবার দেখা যাবে জাদু আর রোহিত চরিত্রকে। ফলে কৃশ ও রোহিত চরিত্রে তো এমনিই দ্বৈত ভূমিকায় দেখা যাবে হৃতিককে। আর এই সিনেমায় হৃতিক কেবল প্রধান নায়ক নন, ক্রিশ-এর মূল খলনায়ক চরিত্রেও থাকবেন তিনি। ফলে এই তিন চরিত্রেই অভিনয় করবেন হৃতিক।
إرسال تعليق
Thank You for your important feedback