আইএসএলে নাটকীয় জয় হায়দরাবাদের

৬ গোলের নাটকীয় ম্যাচে জিতল নিজামের শহরের ক্লাব হায়দরাবাদ এফসি। শুক্রবার নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল তাঁরা। রুদ্ধশাস ম্যাচে ৪-২ গোলে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে পরাস্ত করে চলতি আইএসএলের তৃতীয় স্থানে উঠে এল হায়দরাবাদ। পরপর চার ম্যাচে জয় না পেয়ে চাপে পড়ে গেল জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড।  

 ম্যাচের প্রথমার্ধ থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়ায় হায়দরাবাদ। ৩ মিনিটেই আরিদানে সান্তানার গোলে এগিয়ে তাঁরা। ৩৬ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান জোয়েল জোসেফ। প্রথমার্ধের শেষ মিনিটে নাটকীয় ভাবে পেনাল্টি পায় নর্থইস্ট। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ফেদ্রিকো গ্যালেগো। প্রথমার্ধেরই ইনজুরি টাইমে গোল করে পাহাড়ের দলকে ম্যাচের সমতায় ফেরান বেঞ্জামিন ল্যাম্বট। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নর্থইস্ট গোল ব্যবধান বাড়ানোর লক্ষ্যে আক্রমণ বাড়ায়। কিন্তু প্রতিবারই প্রতিহত হয় হায়দারবাদের ডিফেন্ডারদের কাছে। ম্যাচের শেষ মুহূর্তে ৮৫ মিনিট ও অতিরিক্ত সময়ের লিস্টনের জোড়া গোলে জয়ের দরজা খুলে যায় হায়দারবাদের। এদিনের ম্যাচের দুরন্ত জয়ের পর হায়দারবাদ ১০ ম্যাট খেলে ১৫ পয়েন্ট পেয়ে লিগের তৃতীয় স্থান জায়গা করে নিল। অপরদিকে সমসংখ্যক ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নর্থ ইস্ট।  


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم