অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা কোভিশিল্ডের পর ভারত বায়োটেকের কোভ্যাকিসনকেও অনুমোদন দিল কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞ কমিটি। ড্রাগ কন্ট্রোলারের সম্মতি পেলেই শুরু হয়ে যাবে টিকাকরণের কাজ। সরকারের ধারণা, আগামী ১০ থেকে ১৪ দিনের মধ্যেই গণ টিকাকরণ শুরু হবে। আইসিএমআর জানাচ্ছে, তারা ধীরগতিতে কাজ শুরু করবে। সেই সময়ের মধ্যে পর্যাপ্ত টিকা হাতে এসে যাবে।
রবিবারই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া সাংবাদিক বৈঠক করছেন। আশা করা হচ্ছে, সেখানেই দুটি টিকার সবুজ সঙ্কেতের ব্যাপারে ঘোষণা হতে পারে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, করোনার টিকা সারা দেশেই বিনামূল্যে দেওয়া হবে। প্রথম দফায় ৩০ কোটি দেশবাসীকে টিকা দেওয়া হবে। শনিবারই গোটা দেশে টিকাকরণের মহড়া হয়ে গিয়েছে।
অন্যদিকে, আইসিএমআর দাবি করেছে, ভারতই প্রথম সফলভাবে করোনাভাইরাসের নতুন স্ট্রেনকে আলাদা করে পরীক্ষা করতে সক্ষম হয়েছে। ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে বিজ্ঞানীরা ব্রিটেন থেকে আসা ভাইরাসটির বিশদ পরীক্ষা এখন সম্ভব হচ্ছে। অন্য কোনও দেশই তা পারেনি। এখনও পর্যন্ত দেশে নয়া ভাইরাসে ২৯ জনের দেহে পাওয়া গিয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback