করোনা থেকে সুস্থ হওয়ায় এখন বিশ্বে এক নম্বরে ভারত। বৃহস্পতিবার দেশে সুস্থতার হার পৌঁছেছে ৯৬.৩৬ শতাংশে। মোট সুস্থ হওয়ার সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ১৯,৫৮৭ জন। অ্যাকটিভ কেসের তুলনায় সুস্থতার হার ৪৪ গুণ বেশি। এখন অ্যাক্টিভ কেস মোট সংক্রমণের মাত্রই ২.১৯ শতাংশ।গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২২২ জন। পশ্চিমবঙ্গে নতুন মৃত্যু ২২টি।
পাশাপাশি স্বাভাবিকভাবেই কমে গিয়েছে পজিটিভিটি হার। তা এখন দৈনিক ৩ শতাংশেরও কম। সুস্থ হওয়ার ক্ষেত্রে ৫১ শতাংশই মহারাষ্ট্র, কর্নাটক ও অন্ধ্রপ্রদেশের। একদিনে কেরলে সুস্থ হয়েছেন ৫,১১০ জন, দেশের সর্বোচ্চ। তারপরই মহারাষ্ট্র, ২,৫৭০ জন। তবে সংক্রমিতের নিরিখে ৮৩.৮৮ শতাংশই ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। গত ২৪ ঘণ্টায় কেরলে নতুন আক্রান্ত ৬,৩৯৪ জন, মহারাষ্ট্রে ৪,৩৮২ জন, ছত্তিশগড়ে ১,০৬০ জন।
إرسال تعليق
Thank You for your important feedback