প্রবলভাবে বেড়ে চলেছে তেলের দাম। পুরানো সব দামকে পিছনে ফেলে এটি এক নতুন রেকর্ড। এই পেট্রোপণ্য কিনতে যখন নাজেহাল মানুষ, তখন চড়া করের সাথী হয়ে রাজকোষে ঢুকছে বিশাল পরিমাণ অর্থ, অভিযোগ বিরোধীদের। কন্ট্রোলার জেনারেল অফ একাউন্টস বা CGA জানাচ্ছে, তাদের হিসাবমতো কোভিড কালে অর্থাৎ এপ্রিল থেকে নভেম্বরে উৎপাদন শুল্কখাতে ২০১৯ সালের সমকালীন অবস্থান থেকে আদায় ৪৮% বেড়েছে। হিসাবমতো তা পৌঁছেছে ১,৯৬,৩৪২ কোটি টাকায়। বিরোধীদের আরও প্রশ্ন, কেন শুল্ক কমিয়ে জনতাকে সাহায্য করা হচ্ছে না ?
বিশেষজ্ঞদের মতে, প্রত্যক্ষ কর আদায়ের খারাপ সময়ে পেট্রোপণ্যের শুল্ক কেন্দ্রকে স্বস্তি দিয়েছে। কিন্তু এই স্বস্তি পরোক্ষ কর হিসাবে দৈনন্দিন দ্রব্যের মূল্য, আকাশ ছোঁয়াও হচ্ছে ক্ষেত্র বিশেষে। সোমবার ফের বাড়ল পেট্রল ডিজেলের দাম | কলকাতার ইন্ডিয়ান অয়েলের পেট্রল পাম্পের পেট্রোলের মূল্য ৮৬.৩৯ টাকা এবং ডিজেলের মূল্য ৭৮.৭২ টাকা, যা সর্বসময়ের রেকর্ড।
إرسال تعليق
Thank You for your important feedback