সোনারপুরে গয়নার দোকানে দুঃসাহসিক চুরি। লকার ভেঙে কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও নগদ ৭০ হাজার টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের। বুধবার সকালে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা। এদিকে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে চম্পাহাটি এলাকায়।
সোনার দোকানের মালিক অজয় মণ্ডল জানান, প্রতিদিনের মতই মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে তিনি চলে যান। এদিন সকালে স্থানীয় এক বাসিন্দা তাঁকে ফোন করে জানান দোকানের শাটার ভাঙা। সঙ্গে সঙ্গে দোকানে এসে দেখেন জিনিসপত্র লন্ডভন্ড। দোকানের ভেতরের লকার ভাঙা। সেখান থেকে খোয়া গেছে প্রায় নগদ ৭০ হাজার টাকা। এছাড়া সব মিলিয়ে প্রায় চারশো থেকে পাঁচশো গ্রাম সোনার গয়না চুরি গিয়েছে। যার বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। তবে রুপোর গয়না বাদ দিয়ে শুধুমাত্র সোনার গয়নাই চুরি করেছে দুষ্কৃতীরা। এরপরই খবর দেওয়া হয় সোনারপুর থানায়। পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন। এদিকে বারবার এলাকায় এমন ঘটনা ঘটতে থাকায় রাতে সোনারপুর শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
إرسال تعليق
Thank You for your important feedback