পাঞ্জাবে তাদের টেলিকম টাওয়ারে ভাঙচুর বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে মামলা করল মুকেশ আম্বানির জিও ইনফোকম। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে দায়ের করা এই মামলায় তাদের টাওয়ারে দুষ্কৃতী হামলার বিরুদ্ধে সরকারের অবিলম্বে ব্যবস্থাগ্রহণের আর্জি জানানো হয়েছে। রিলায়েন্স এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি আলোচিত কৃষি আইনের সঙ্গে তাদের কোনও যোগসূত্র নেই। তাতে তাদের কোনও লাভও জড়িয়ে নেই। হামলাকারীদের উদ্দেশ্য, কৃষি আইনের সঙ্গে তাদের জড়ানো রিলায়েন্সের সুনাম নষ্ট করা। তারা কোনও রকম চুক্তি খামার ব্যবসায়ে নেই। কোনও জমিও তারা কোথাও এই উদ্দেশ্যে কেনেনি। তারা যেসব খাদ্যদ্রব্য বিক্রি করে তা কোথাও চাষিদের কাছ থেকে সরাসরি কেনা হয় না
إرسال تعليق
Thank You for your important feedback