কপিলই বুঝেছেন সৌরভের সঙ্কট


ভারতের সর্বকালের অন্যতম ক্রিকেটের কপিলদেব, প্রথম বিশ্ব চ্যাম্পিয়নের অধিনায়কও বটে, তিনিই উপলব্ধি করতে পেরেছেন সৌরভের অসুস্থতা। শনিবার সৌরভ গঙ্গোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে তাঁকে অস্ত্রোপচার করে স্টেন বসাতে হয়েছে। তাতে উদ্বিঘ্ন সারা দেশের মানুষ। সচিন, লতা মঙ্গেশকর থেকে বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা তাঁর সুস্থতা কামনা করেছেন। রবিবার এই নিয়ে টুইট করেন কপিল। তিনি লেখেন, বাংলার বাঘ দ্রুত সুস্থ হয়ে কাজে এসো, সৌরভের অভাব অনুভব করছেন কপিল।

সম্প্রতি অক্টোবরে হঠাৎই কপিলের বুকে ব্যথা ওঠে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাঁকে অ্যাঞ্জিপ্লাস্টি করা হয়। অবশ্য শরীর সচেতন কপিল দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এখন গলফ মাঠে হাঁটাচলা এবং হালকা গলফও খেলছেন, যদিও ডাক্তার তাঁকে অতি সাবধানে থাকতে বলেছেন। আক্রান্ত হওয়ার পর কপিলের শরীর অনেকটাই ভেঙে পড়েছে। সৌরভকেও সাবধানে থাকতে উপদেশ দিচ্ছেন বিশেষজ্ঞ মহল।      

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم