লা-লিগায় বড় জয় পেল বার্সেলোনা। এই নিয়ে টানা তিন ম্যাচে জয় পেল রোনাল্ড কোমানের দল। শনিবার মেসি ও গ্রিজম্যানের জোড়া গোলে গ্রানাডাকে হারাল কাতালান ক্লাব। ফলে বার্সা ম্যাচ জিতল ৪-০ গোলে। ম্যাচের প্রথমার্ধ থেকেই দুরন্ত ফর্মে ছিলেন আর্জেন্টিনার স্ট্রাইকার লিওনেল মেসি। যদিও ১২ মিনিটে বার্সেলোনার হয়ে প্রথম গোল করেন ফরাসি তারকা গ্রিজম্যান। এরপর ৩৫ মিনিটে সেই গ্রিজম্যানের বাড়ানো বল জালে জড়িয়ে ব্যবধান বাড়ান মেসি।
প্রথমার্ধ শেষের কয়েক মিনিট আগেই দুরন্ত ফ্রি-কিক থেকে ৩-০ করলেন এলএম-১০। লা-লিগার চলতি মরশুমে ১৩ ম্যাচে ১৬টি গোল করে ফেললেন লিও মেসি। ম্যাচের ৬৩ মিনিটে গ্রানাডার বিরুদ্ধে শেষ গোল করেন গ্রিজম্যানের। ৭৮ মিনিটে ভালেজো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে গ্রানাদা ১০ জন হয়ে যায়। ১৮ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট পেয়ে লিগের তৃতীয় স্থানে বার্সেলোনা।
إرسال تعليق
Thank You for your important feedback