একদিনে দেশে করোনায় সবথেকে কম মৃত্যু হয়েছে সোমবার। দৈনিক মৃত্যুর হার এখন ১.৪৪ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৪৫ জন। এমাসে দ্বিতীয়বার সংক্রমণ ১৪ হাজারের নীচে এসেছে। দৈনিক সংক্রমণ শনাক্ত হয়েছে ১৩,৭৮৮ জনের। মোট মৃত্যু ১,৫২, ৪১৯। সুস্থ হয়ে উঠেছেন ১,০২,১১,,৩৪২ জন। সুস্থতার হার ৯৬.৫৯ শতাংশ। এই প্রথম অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ শতাংশেরও কমে নেমে এল। এখন তা ১.৯৮ শতাংশ। দৈনিক সংক্রমণ ধারাবাহিক কমে আসায় তা সম্ভব হয়েছে।
গত ১০ দিনে দেশে দৈনিক ২০ হাজারের কম সংক্রমণের খবর এসেছে। গত ২৩ দিন দৈনিক মৃত্যুর সংখ্যা কমে ৩০০ হয়েছে। ৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৬৬.৩০ শতাংশ সংক্রমণ হয়েছে। উল্লেখ্য, করোনার সংক্রমণ ৭ আগস্টে ২০ লাখে পৌঁছেছিল। ৫০ লাখে পৌঁছয় ১৬ সেপ্টেম্বরে। ১ কোটি ছাড়িয়ে যায় ১৯ ডিসেম্বরে।
إرسال تعليق
Thank You for your important feedback