১৭ বছরে বার্সেলোনার হয়ে ৭৫০-র উপর ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। কিন্তু এই ১৭ বছরের কেরিয়ারে কখনও যা হয়নি, রবিবার রাতে সেটাই ঘটল। রবিবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল বার্সেলোনা। বার্সা হয়ে প্রথমবার লাল কার্ড দেখলেন এলএম ১০।
Athletic Club, super cup winners pic.twitter.com/Z2iZwyxmOu
— The Spanish Football Podcast (@tsf_podcast) January 18, 2021
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ২-২ গোলে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের শুরুতেই এগিয়ে যায় অ্যাথলেটিক বিলবাও। শেষ মুহূর্তে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে গোল শোধ করার মরিয়া চেষ্টা চালাচ্ছিল রোনাল্ড কোম্যানের বার্সেলোনা। সেই সময় মেসি বল নিয়ে বিলবাওয়ের গোল তাক করে এগিয়ে আসে। তখনই অ্যাথলেটিকের ডিফেন্ডার ভিলারবিয়া মেসিকে দুবার ধাক্কা দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন। তৃতীয় বার মেসি মেজাজ হারিয়ে তাঁকে চাপড় দেন। ম্যাচ পরিচালনায় থাকা রেফারি প্রথমে ফাউল দিলেও। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (VAR) সাহায্য নিয়ে মেসিকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত ম্যাচ জিতে স্প্যানিশ সুপার কাপ জিতে নিল অ্যথলেটিক বিলবাও। ট্রাইবেকারে ৩-২ গোলে বার্সেলোনাকে হারিয়ে দিল তাঁরা। এই নিয়ে তৃতীয়বার এই খেতাব জিতল অ্যথলেটিক বিলবাও।
إرسال تعليق
Thank You for your important feedback