মহারাষ্ট্রে প্রথম দিনের করোনার টিকাকরণ অনুষ্ঠানে
মাত্র ১৮ হাজার ৩৩৮ জন টিকা পেয়েছেন। অর্থাৎ মাত্র ৬৪.৩৪ শতাংশ মানুষ টিকা
পেয়েছেন। মহারাষ্ট্র সরকারের দাবি কো-উইন অ্যাপে সমস্যার কারণেই এত কম
সংখ্যক মানুষ টিকা পেয়েছেন। এবার একই কারণে আগামী সোমবার পর্যন্ত করোনার
টিকাকরণ কর্মসূচি স্থগিত রাখল মহারাষ্ট্র সরকার। সূত্রের খবর, প্রথম দিনে
মহারাষ্ট্রে সাড়ে ২৮ হাজার করোনা যোদ্ধাকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা
নিয়েছিল মহারাষ্ট্র। কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি মহারাষ্ট্র
স্বাস্থ্য দফতর। ওই রাজ্যের স্বাস্থ্য দফতরের দাবি, কেন্দ্রের কো-উইন
অ্যাপে প্রযুক্তিগত ত্রুটির কারণে যোগাযোগের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল।
সঙ্গে টিকা নেওয়ার ক্ষেত্রেও অনেকের শঙ্কা ছিল। ফলে মহারাষ্ট্রে
তুলনামূলকভাবে টিকা প্রাপকের সংখ্যা কম হয়েছে। ওই রাজ্যের বিভিন্ন জেলা
থেকে দাবি করা হয়েছে মূল সার্ভার খুব স্লথ থাকায় তথ্য আপলোড করতে সমস্যার
মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে মহারাষ্ট্র সরকার জানিয়ে দিল আগামী
সোমবার অর্থাৎ ১৮ জানুয়ারি পর্যন্ত সমগ্র রাজ্যে টিকাকরণ প্রক্রিয়া বন্ধ
রাখা হচ্ছে। অ্যাপের সমস্যা মিটিয়ে আগামী মঙ্গলবার থেকে ফের টিকা প্রদান
করা হবে। তবে শুধু মহারাষ্ট্র নয়, পশ্চিমবঙ্গ সহ মধ্যপ্রদেশ, রাজস্থান এবং
উত্তরাখণ্ডের কয়েকটি জেলা থেকেও বিক্ষিপ্তভাবে কো-উইন অ্যাপে সমস্যার ঘটনা
সামনে এসেছে।
إرسال تعليق
Thank You for your important feedback