বছরের শুরু থেকেই যেন পিছু ছাড়ছে না অগ্নিকান্ডের ঘটনা।
শনিবার দুপুরে আগুন লাগে কেষ্টপুর মিশনবাজার এলাকায়। ভস্মীভূত প্রায় ৫ টি
অস্থায়ী বাড়ি। দমকলের দুটি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা
করছে। ঘরছাড়া ৫টি পরিবার, তবে কেউ আহত হননি। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে
স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
স্থানীয় সূত্রে খবর, দুপুর ১২ টা নাগাদ
আচমকাই একটি অস্থায়ী বাড়ি থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন এলাকাবাসী। কিছু
বুঝে ওঠার আগেই পরপর বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়। হাওয়ার গতি থাকায়
মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। সঙ্গে সঙ্গে বাড়িগুলির ভিতরে থাকা সবাইকে বাইরে
নিয়ে আসা হয়। স্থানীয়রা নিজেরাই বালতি করে জল এনে আগুন নেভানোর চেষ্টা শুরু
করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা
থাকায় বেশ কয়েকটি অস্থায়ী বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এখনও পর্যন্ত আগুন লাগার
সঠিক কারণ জানা যায়নি। দমকলের প্রাথমিক অনুমান, রান্না করার সময় হঠাৎ
করেই আগুন লেগে যায়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
إرسال تعليق
Thank You for your important feedback