নির্ভয়ার স্মৃতি উসকে খুন, ধর্ষণ উত্তরপ্রদেশে


ফের নির্ভয়ার স্মৃতিকে উস্কে দিয়ে নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা সামনে এল। এবার যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। সেখানে বদাউন জেলায় এক মধ্যবয়স্কাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ জানাচ্ছে, উগৌতি থানার একটি গ্রামের ওই বাসিন্দা রবিবার সন্ধেয় একটি মন্দিরে গিয়ে আর ফেরেননি। 

স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, রাত বারোটা নাগাদ একটি গাড়িতে চালক ও আরও দুজন আরোহী ওই মহিলাকে রক্তক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। জানা গিয়েছে, অভিযুক্তরা তাঁকে ওই গাড়িতেই চন্দৌসিতে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিল। 

মহিলার আত্মীয়দের অভিযোগ, জানানো সত্ত্বেও পুলিশ ঘটনাস্থলে যায়নি। ঘটনার ১৮ ঘণ্টা পর সোমবার বিকেলে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, মহিলার গোপনাঙ্গে গভীর ক্ষত ছিল। তাঁর পাঁজর ও পা ভাঙা ছিল। ফুসফুসেও ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছিল। প্রচুর রক্তপাত হয়েছে। পুলিশ অভিযুক্ত মোহন্ত বাবা সত্যনারায়ণ, তার সহকারী বেদরাম এবং ড্রাইভার যশপালকে খুঁজছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم