মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা। যুব ও ক্রীড়াদফতরের প্রতিমন্ত্রী দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। তাঁর পদত্যাগপত্র মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন জানিয়েছেন, আপাতত রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। খেলার জগতেই ফিরতে চান তিনি। তবে উত্তর হাওড়ার বিধায়ক পদ থেকে পদত্যাগ করেননি তিনি। বিধায়ক পদে তিনি পূর্ণ সম. থাকবেন বলেই জানিয়েছেন। হাওড়ার জেলা সভাপতির পদ ছাড়তে চেয়ে তিনি সুব্রত বক্সির কাছেও চিঠি পাঠিয়েছেন বলে খবর।
إرسال تعليق
Thank You for your important feedback