চারটে আঙুল! গাড়ির ছাদে ওটা কার পায়ের ছাপ?

বাড়ির বাইরে সারা রাত রাখা ছিল গাড়িটি। রাতে প্রবল তুষারপাতে গাড়িটিও ঢেকে যায় পুরু বরফের চাদরে। কিন্তু পরদিন সকালে গাড়ির মালিক অ্যালিসিয়া স্মিথ দেখেন এক অদ্ভুদ ঘটনা। তাঁরই গাড়ির ছাদে কয়েকটি পায়ের ছাপ। কিন্তু রহস্যের শুরু এখানেই, ওটা কার পায়ের ছাপ? কারণ তুলনায় পায়ের পাতাগুলি তুলনায় বেশ ছোট। তবে অস্বাভাবিক ব্যাপার হল পায়ের পাতায় আঙুল রয়েছে চারটি করে। ছাপগুলি দেখার পর ওই গাড়ির মালিক সেগুলির ছবি তুলে সোশাল নেটওয়ার্কে শোয়ার করেন। এরপরই রীতিমতো ভাইরাল হয়ে যায় সেটি। পায়ের ছাপগুলি দেখে পরিস্কার বোঝা যাচ্ছে সেগুলি মানুষের পায়ের ছাপ তবে তুলনায় ছোট।এখন প্রশ্ন হল এই প্রবল ঠান্ডায় খালি পায়ে কে ওভাবে গাড়ির ওপর হেঁটে চলে বেরালো? 

গাড়ির উইন্ডস্ক্রিন দিয়ে ওপরের দিকে উঠে গাড়ির ছাদে ঘোরঘুরি করেছে কেউ। এই ছবি ভাইরাল হতেই ফের ভিনগ্রহের জীবের তত্ত্ব সামনে আসতে শুরু করেছে। কারণ এই প্রবল শীতে কেই বা এভাবে খালি পায়ে গাড়ির ওপর দাপাদাপি করবে? প্রশ্ন তুলছেন নেটিজেনরা। গাড়ির মালিক, অ্যালিসিয়া স্মিথ জানিয়েছেন, এর আগেও ওই অঞ্চলে কয়েকজনের গাড়ির ওপর বা বাড়ির বাইরে এরকম পায়ের ছাপ দেখেছেন কেউ কেউ। কিন্তু সেগুলি নিয়ে মাথা ঘামায়নি কেউ। তিনি জানিয়ে দিয়েছেন, আমি নিশ্চিত এটা কোনও মানুষের পায়ের ছাপ নয়। কারণ চার আঙুল বিশিষ্ট পা কার হতে পারে? রহস্য ক্রমশ ঘনাচ্ছে। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم