রহস্যময় ধাতব স্তম্ভ এবার ভারতে

রহস্যময় ধাতব স্তম্ভের দেখা মিলল এবার গুজরাতে। পৃথিবীর নানা জায়গায় এই চতুষ্কোণ আয়তাকার ধাতুর স্তম্ভ দেখা গিয়েছে। তা নিয়ে হই চই কম হয়নি। এবার তা ভারতে। আমেদাবাদের একটি পার্কে শুক্রবার সকালে সেটি দেখা গিয়েছে। 

আমেদাবাদের থালতেজের সিম্ফনি ফরেস্ট পার্কে এই স্তম্ভটি তিনদিক ঘিরে  ধাতুর চাদরে মোড়া। সেটির গায়ে কিছু সংখ্যা খোদাই করা রয়েছে। সম্ভবত সেগুলি প্রকৃতিপ্রেম ও বণ্যপ্রাণ সংরক্ষণ সম্পর্কিত। আমেদাবাদের পুরসভা জানিয়েছে, এটির ব্যাপারে তারা অবহিত। যারা পার্কটির দেখাশোনা করে তারাই এটি বসিয়েছে। 

নভেম্বরে ইস্পাতের ঝকঝকে এইরমকই একটি স্তম্ভের দেখা মিলেছিল আমেরিকার উটাহর এক মরুভূমিতে। কয়েকদিন পরই সেটি উধাও হয়ে যায়। তখনই চর্চা শুরু হয়, এটি গ্রহান্তরের কোনও প্রাণীর কীর্তি কিনা তা নিয়ে। অনেকেই কুব্রিকের স্পেস ওডিসিঃ ২০২০ ফিল্মের সঙ্গে এর সাদৃশ্যও খুঁজে পেয়েছিলেন। সেই ফিল্মেও এমন স্তম্ভ দেখা দিয়েই মিলিয়ে যেত। 

এরপর থেকে কম করেও ৩০টি দেশে এমন স্তম্ভ দেখতে পাওয়া গিয়েছে। সর্বশেষটি পাওয়া যায় সান ফ্রান্সিস্কোয়। সেখানে সাত ফুটের স্তম্ভ একটি স্তম্ভ পাওয়া যায় পাহাড়ের মাথায়। পরদিনই তা ভেঙে যায়। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم