নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটিকে রাজ্যে দেশনায়ক দিবস হিসেবে পালন করা হবে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৩ জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন কেন্দ্রের কাছে। এনিয়ে তিনি কেন্দ্রের কাছে চিঠিও লিখেছেন তিনি। তাঁর দাবি, এখনও নেতাজি সংক্রান্ত যেসব ফাইল অপ্রকাশিত রয়েছে, সেগুলি প্রকাশ করতে হবে।
নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন নিয়ে এদিন নবান্নে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমন্বয় কমিটির ভার্চুয়াল বৈঠকে ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, নেতাজির পৌত্র সুগত বসু, শীর্ষেন্দু মুখোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। হাজির ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও। সেখানে নেতাজির জন্মজয়ন্তী উদ্যাপন নিয়ে একাধিক পরিকল্পনা হয়েছে। ২৩ জানুয়ারি শ্যমবাজার থেকে ধর্মতলার নেতাজি মূর্তি পর্যন্ত পুলিশ ব্যান্ড সহযোগে কুচকাওয়াজ হবে। থাকবে নেতাজির জীবন নিয়ে নানা ট্যাবলো। ১৫ আগস্ট কুচকাওয়াজে থাকবে আজাদ হিন্দ ট্যাবলো।
ওইদিন বেলা সওয়া বারোটায় বাজবে সাইরেন। প্রতি বাড়িতে শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দেওয়ার অনুরোধও জানিয়েছেন মমতা। ধর্মীয় রীতি মেনে মুসলিমদেরও সেসময় কিছু করার আবেদন করেছেন তিনি। একটি স্বল্পদৈর্ঘ্যের ফিল্মও তৈরি হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে তৈরি হবে আজাদ হিন্দ বাহিনী। তাঁর নামে জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাবও দিয়েছেন মমতা।
إرسال تعليق
Thank You for your important feedback