দেশে নয়া ভাইরাসে আক্রান্ত আরও ২০, মোট ৫৮

নয়া করোনাভাইরাসে সংক্রমিত দেশের আরও ২০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এনিয়ে এদেশে মোট ৫৮ জনের দেহে করোনার এই নতুন স্ট্রেন মিলল। ব্রিটেনে এই নতুন ধরনের ভাইরাস পাওয়া গিয়েছিল। এদেশের আক্রান্তরাও ব্রিটেনফেরত। কেরলে ইতিমধ্যেই ৬ জনের দেহে নয়া ভাইরাস পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছে ২ বছরের একটি শিশুও। ১৪ ডিসেম্বরের পর তাঁরা ব্রিটেন থেকে দেশে ফিরেছিলেন। তাঁরা আলাপ্পুজা, কোঝিকোড়ের দুটি পরিবারের। বাকি দুই জন কোট্টায়াম ও কান্নুরের বসিন্দা।

 সোমবারই দিল্লিতে তিনজনে নয়া ভাইরাস মিলেছে। এপর্যন্ক দিল্লিতে আক্রান্ত সাতজন। মহারাষ্ট্রে ৮ জন এবং কর্নাটকে ৩ জনের নয়া ভাইরাস শনাক্ত হয়েছে। সবাই ব্রিটেন ফেরত। মুম্বইয়ে ৪৩ জন ব্রিটেন থেকে আসা যাত্রীর করোনা সংক্রমণ দেখা গিয়েছে। তাঁদের মধ্যে ৮ জনের দেহে রয়েছে নয়া ভাইরাস। কর্নাটকে করোনা সংক্রমিত ৩৪ জনের মধ্যে নয়া ভাইরাসে আক্রান্ত ১০ জন। 

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, আক্রান্তদের বিভিন্ন হাসপাতালে আলাদা ঘরে রাখা হয়েছে। তাঁদের ঘনিষ্ঠ লোকজনকে খুঁজে বের করা হচ্ছে। তাঁদেরও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাঁদের সহযাত্রীদেরও খোঁজ করা হচ্ছে। আক্রান্তদের নমুনা দিল্লি, হায়দরাবাদ, কল্যাণী, পুনে, বেঙ্গালুরুর বিভিন্ন ল্যাবরেটেরিতে পরীক্ষা করা হচ্ছে। ব্রিটেন থেকে উড়ান বন্ধ করা হলেও এখন তা সীমিত আকারে চালু হচ্ছে ফের। তবে এদেশে আসতে হলে যাত্রীদের করোনা মুক্ত সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم