দেশে আরও ৪ জনের দেহে নয়া ভাইরাস, মোট দাঁড়াল ২৯

দেশে আরও চারজনের দেহে নতুন করোনাভাইরাসের নমুনা মিলল। তাঁরাও ব্রিটেন ফেরত। এনিয়ে ব্রিটেনের নতুন প্রকারের ভাইরাসে আক্রান্ত দাঁড়াল ২৯ জন। বৃহস্পতিবার পর্যন্ত এই ধরনের নয়া স্ট্রেনে সংক্রমিত ছিলেন ২৫ জন। তার মধ্যে মঙ্গল ও বুধবার শনাক্ত হওয়া ২০ জন রয়েছেন। 

এই ২৯ জনের মধ্য ১০ জনের পরিবর্তিত ভাইরাস পরীক্ষা হয়েছিল বেঙ্গালুরুর  নিমহানসে। দিল্লির এনসিডিসিতে ৮ জন, পুনের ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে ৫ জন, হাজরাবাদের সিসিএমবিতে ৩ জন, দিল্লির আইজিআইবিতে ২ জন এ কল্যাণীর এনআইবিএমজিতে ১ জনের নমুনা পরীক্ষা করা হয়। 

সংক্রমণ আটকাতে তাঁদের পরিবার স্বজনের খোঁজে ব্যাপক অনুসন্ধান শুরু করা হয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, পরিস্থিতির ওপর কড়া নজরদারি করা হচ্ছে। সরকারি হিসেবে, ব্রিটেন থেকে ৩৩ হাজার যাত্রী বিমানে ভারতের বিভিন্ন বিমানবন্দরে নেমেছেন ২৩ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে। ইতিমধ্যেই ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ইতালি, সুইডেন, ফ্রান্স, স্পেন, জার্মানি, কানাডা, আমেরিকা, জাপান, লেবানন, সিঙ্গাপুরে এই নতুন ধরনের ভাইরাস পাওয়া গিয়েছে। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم