ব্রিটেনের নয়া করোনাভাইরাস মিলল দেশের আরও ৯ জনের দেহে। এনিয়ে এই নতুন স্ট্রেনের ভাইরাস শনাক্ত হল ৩৮ জনের। এর মধ্যে ১০ জনের ভাইরাস পরীক্ষা হয়েছে বেঙ্গালুরুতে। হায়দরাবাদের সিসিএমবিতে ৩ জন, পুনের এনআইভিতে ৫ জন, দিল্লির আইজিআইবিতে ১১ জন, এনসিডিসিতে ৮ জন এবং কল্যাণীর এনসিবিজিতে ১ জনের নমুনা এই পরিবর্তিত ভাইরাস পাওয়া গিয়েছে। এরপরই আক্রান্তদের নিকটজনের সন্ধান শুরু হয়েছে। কেন্দ্রের হিসেবমতো, নভেম্বরের ২৫ থেকে ডিসেম্বরের ২৩ তারিখ পর্যন্ত ব্রিটেন থেকে ৩৩ হাজার যাত্রী এদেশে এসেছেন। ব্রিটেন থেকে উড়ান বন্ধ করা হলেও ৬ জানুয়ারি থেকে তা ফের চালু করা হচ্ছে। এপর্যন্ত এই নয়া ভাইরাস পাওয়া গিয়েছে ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ইতালি, সুইডেন, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, জার্মানি, কানাডা, জাপান, লেবানন এবং সিঙ্গাপুরে।
إرسال تعليق
Thank You for your important feedback