বছরের শেষে কনকনে ঠান্ডা হাওয়ায় কেঁপেছেন রাজ্যবাসী। এদিকে জানুয়ারির শুরুতেই গায়েব শীতের আমেজ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি বেশি। দমদমের তাপমাত্রা ছিল ১৫.৫। আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার জেরেই চড়ছে তাপমাত্রার পারদ। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি। আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা আরও বাড়তে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
মৌসম ভবন সূত্রে খবর, চলতি সপ্তাহে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস রয়েছে। ফলে আগামী কয়েকদিন তাপমাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা। এদিন ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলায় রোদ উঠতেই উধাও ঠান্ডাও। সকাল থেকেই শীতের আমেজের বদলে রীতিমতো গরম টের পাচ্ছেন শহরবাসী। আবহাওয়াবিদদের মতে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য অস্বস্তি বাড়বে। আগামী ৪৮ ঘণ্টায় গোটা দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। বাদ পড়েনি উত্তরবঙ্গও। বুধবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৪, কালিম্পঙের ৭.০। কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback