আটবার নিষ্ফলা হওয়ার পর শুক্রবার কেন্দ্রের সঙ্গে নবম বৈঠকে বসছেন কৃষকরা। তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা, মানতে নারাজ কেন্দ্র। কৃষকরা জানিয়েছেন, সরকার মতিগতি দেখেই তাঁরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। সুপ্রিম কোর্ট এনিয়ে ১১ জানুয়ারি ৪ সদস্যের যে কমিটি তৈরি করে দিয়েছে, ইতিমধ্যেই সেই কমিটি থেকে সরে গিয়েছেন ভূপিন্দর সিং মান। বাকি সদস্যরা এদিনই নিজেদের মধ্যে ভার্চুয়াল বৈঠক করবেন। শীর্ষ আদালত ১০ দিনের মধ্যে তাদের বৈঠক শুরু করার নির্দেশ দিয়েছে। শনিবার দিল্লিতে সেই বৈঠক হতে পারে। এই কমিটির সদস্যরা সবাই কৃষি আইনের সোচ্চার সমর্থক। ভূপিন্দর সিং মান ছাড়া বাকিরা কমিটিতে থাকছেন বলেই জানিয়েছেন। প্রয়োজনে তাঁরা কৃষকদের কাছে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলবেন।
আশাবাদী কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। তাঁর কথা, সরকার খোলা মনে আলোচনা করতে প্রস্তুত। তবে এদিনের বৈঠক ব্যর্থ হলে সেটাই হতে পারে শেষ বৈঠক। সরকার কৃষকদের কোর্ট নিযুক্ত কমিটির সঙ্গে আলোচনা করতে বলতে পারে। ২ মাসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। কৃষকদের দাবি, চাষিদের স্বার্থে বাকি সদস্যরাও সরে দাঁড়ান।
إرسال تعليق
Thank You for your important feedback