শনিবার মধ্যরাতে আচমকা বিদ্যুৎ বিপর্যয় পাকিস্তানে। অন্ধকারে ডুবে যায় কার্যত গোটা দেশ। রাজধানী ইসলামাবাদ থেকে শুরু করে করছি, লাহোর, রাওয়ালপিন্ডি, মুলতানের মতো বহু শহরেই বিদ্যুৎ চলে যায় শনিবার রাত ১২টার কিছু আগে। ব্যাহত হয় মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা। ব্ল্যাকআউটের জেরে করাচিতে জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবায় ব্যাপক প্রভাব পড়ে। ইসলামাবাদের ডেপুটি কমিশনার হামজা শফাকত টুইটারে জানান, ন্যাশনাল ট্রান্সমিশন ডেসপ্যাচ কোম্পানির (এনটিডিসি) বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়ে পাকিস্তানজুড়ে অন্ধকার নেমে এসেছে। তিনি আরও বলেন, 'পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুক্ষণ সময় লেগে যাবে'।
When you are only person in hostel who has power bank.#Blackout pic.twitter.com/JBz2xnnO5u
— Farooq Nawaz Sahil (@drsahil201) January 9, 2021
পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী দাবি করেছেন, পাওয়ার গ্রিডে ফ্রিকোয়েন্সি আচমকা কমে গিয়ে বিপত্তি হয়েছে। তবে ঠিক কি কারণে এটা হল সেটা বলতে পারেন নি তিনি। তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সমস্যায় পড়েছে হাসপাতালগুলি। বিশেষ করে ভেন্টিলেটর গুলি অকেজো হয়ে গেলে বড়সড় বিপদ হতে পারে বলে চিন্তায় প্রশাসনের কর্তারা। তবে রবিবার ভোর ও সকালের দিকে অনেকে টুইটারে দাবি করেছেন বিদ্যুৎ পরিষেবা ধাপে ধাপে স্বাভাবিক হচ্ছে পাকিস্তানে। অপরদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করছে, দেশের সর্বত্র বিদ্যুৎ পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি। অন্ধকারে ডুবেছে পাক অধিকৃত কাশ্মীরও।
এদিকে পাকিস্তানে ব্ল্যাকআউট হতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হতে শুরু করে। পাক নেট নাগরিকরা প্রধানমন্ত্রী ইমরান খানকে ব্যঙ্গ বিদ্রূপে ভরিয়ে দেন। কেউ কেউ টুইট করেন, 'অবশেষে নয়া পাকিস্তানে নাইট মোড চালু করলেন ইমরান খান'। আবার অনেকে লেখেন, 'অবশেষে কোনও বিষয়ে একজোট হল পাকিস্তান। যা ভালো শুনতে লাগছে'। পাকিস্তান জুড়ে বিদ্যুৎ বিপর্যয়ের মুখে রীতিমতো হাসির খোরাক হয়ে ওঠেন পাক প্রধানমন্ত্রী। কিন্তু অনেকেই আবার হাসপাতালে চিকিৎসাধীন মুমূর্ষু রোগীদের জন্য চিন্তিত হয়ে পড়েন।
While making memes don't forget to pray for patients on ventilators.#Blackout #electricitybreakdown pic.twitter.com/bQNDjnD8yd
— Tuبa ツ (@majeed_tooba) January 9, 2021
إرسال تعليق
Thank You for your important feedback