শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার রেড রোডে। সোমবার বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে নবান্ন অভিযানের সিদ্ধান্ত নিয়েছিলেন সংগঠনের সদস্যরা। মিছিল রেড রোডের কাছে পৌঁছাতেই তাঁদের বাধা দেন পুলিশ। বচসা থেকে শেষপর্যন্ত হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় র্যাফ। ঘটনায় আহত হন একাধিক পুলিশ কর্মী। হাতাহাতিতে নাক ফেটে যায় ডিসি সুধীর কুমারের। অসুস্থ দুই আন্দোলনকারীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিন সকালে শহিদ মিনার চত্বরে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ব্যানারে অবস্থান বিক্ষোভ শুরু করেন একাধিক শিক্ষক সংগঠন। আদালত শর্তসাপেক্ষে অবস্থান বিক্ষোভের অনুমতি দিলেও তবে নবান্ন অভিযানের অনুমতি দেয়নি। তবে নবান্ন অভিযানের দাবিতে অনড় ছিলেন আন্দোলনকারীরা। প্রথমে শহিদ মিনারের কাছে জমায়েত হন তাঁরা। পরে মিছিল রেড রোডের কাছে পৌঁছাতেই তা আটকে দেয় পুলিশ। এতেই শুরু হয় ঝামেলা। বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করলেও তা বিফলে যায়। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে নাক ফেটে যায় ডিসি সুধীর কুমারের। ঘটনায় অসুস্থ হয়ে পড়েন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে আগত এসএসকে শিক্ষিকা আমিনা খাতুন ও জলপাগুড়ি থেকে মাদ্রাসা শিক্ষক জড়িফুল ইসলাম। তাঁদের দুজনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।
إرسال تعليق
Thank You for your important feedback